আজ ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৮

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে নুরুল ইসলাম মনির সৌজন্য সাক্ষাৎ

CNA News: লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও দলের নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনির সৌজন্য সাক্ষাৎ হয়েছে। সোমবার লন্ডন সফরকালে একটি স্থানীয় ক্যাফেতে তাদের এই আলোচনা অনুষ্ঠিত হয়।

এদিকে এলাকার উন্নয়ন এবং শান্তি-শৃঙ্খলা রক্ষার বিষয় জানতে চাইলে তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় এলে এবং আমি যদি নির্বাচিত হই তাহলে উন্নয়নের রূপরেখা তৈরি করব। আমার এলাকায় শান্তি-শৃঙ্খলা ভালো থাকুক এটা অবশ্যই চেয়েছি। ইতোমধ্যে প্রশাসনের সঙ্গে আমি সার্বিক যোগাযোগ রাখছি যাতে করে কোনো সহিংসতা না হয়।

উল্লেখ্য , নুরুল ইসলাম মনি ১৯৫২ সালে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার মনিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি যশোর শিক্ষাবোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এরপর ১৯৭৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি বিএসসি পাস করেন। পরের বছর ১৯৭৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে এমএসসিতে ফার্স্ট ক্লাসসহ পাস করেন।

তিনি ১৯৮৮, ১৯৯১ ও ২০০১ সালে মোট তিনবার বাংলাদেশের সাধারণ নির্বাচনে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৯ সালের একাদশ সাধারণ নির্বাচনে বিএনপি থেকে প্রার্থী মনোনীত হন।

স্থানীয়দের ভাষ্য মতে, সংসদ সদস্য থাকাকালীন পাথরঘাটাসহ বরগুনার সব মানুষের কাছে জনপ্রিয় প্রতিনিধি ছিলেন মনি। এলাকার উন্নয়নে এবং যুবাদের কর্মসংস্থান তৈরিতে তিনি নানাভাবে ভূমিকা রেখেছেন।

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top