আজ ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, দুপুর ২:২৮

বিরল ও অসাধারণ অভিজ্ঞতা

ডেক্স: জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের অসাধারণ এক ভূমিকা দেখলো সমগ্র জাতি। এ ধরনের দৃশ্য বাংলাদেশের ইতিহাসে বিরল। এ দৃশ্য মূলত জামায়াতে ইসলামীকে গতানুগতিক রাজনৈতিক দলগুলো থেকে পৃথক ভাবে মূল্যায়ন করে।

আজ শনিবার জামায়াতে ইসলামী আয়োজন করে ঐতিহাসিক জাতীয় সমাবেশের। শহীদ পরিবারের প্রতিনিধিদেরকে স্টেজে বসার ব্যবস্থা করার মাধ্যমে তাদেরকে সম্মানিত করেন। সমাবেশের শেষ দিকে এটিএম আজহারুল ইসলামের অসাধারণ বক্তব্য রাখেন। এরপর সঞ্চালনা দায়িত্বে থাকা দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জামায়াতের আমিরকে বক্তব্য দেয়ার জন্য ঘোষণা দেন। আমীরে জামায়াত বক্তব্য শুরু করেন এবং ৩-৪ মিনিট বক্তব্য রাখেন। এরপর কেউ কিছু বুঝে ওঠার আগেই তিনি হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন। হঠাৎ এমন ঘটনায় হতবিহবল হয়ে পড়েন উপস্থিত সকলেই। মঞ্চে উপবিষ্ট নেতারা ইন্না-লিল্লাহ পড়তে পড়তে দৌড়ে তার কাছে, ডায়াসের নিকট ছুটে যান। কয়েক সেকেন্ড পরেই ঘোষণা দেয়া হলো, আমীরে জামায়াত সুস্থ আছেন। অল্প কিছুক্ষণ পর তিনি আবারও দাড়িয়ে কথা বলতে শুরু করলেন। সকলে স্ব-স্ব স্থানে ফিরে এসে বসতে না বসতেই আমির আবারও পড়ে যান। এবার সবাই আরো সিরিয়াস হয়ে ছুটে যান তারপর কাছে। কেউ বা পকেট ফ্যান নিয়ে তার মাথার উপর ধরলেন, কেউ বা পানির বোতল। মেডিকেল ক্যাম্পে থাকা ডাক্তাররা প্রাইমারি চেক-আপ করার যন্ত্রপাতি নিয়ে ছুটে আসলেন, সাথে স্ট্রেচারও আনা হলো, কিন্তু আমীরে জামায়াত তাতে উঠতে রাজি হলেন না। তিনি আবার বক্তব্য দিতে চাইলেন। উপস্থিত ডাক্তার সহ সকলেই তাকে না করলেন, কিন্তু তিনি তাতে কর্নপাত না করে আবারোও বক্তব্য শুরু করলেন। যেহেতু তিনি তখন সে অবস্থায় দাঁড়াতে পারছিলেন না, তাই বসেই শুরু করলেন। এ যেন ইসলামের সোনালী যুগের গল্পের বাস্তব প্রতিফলন, দাঁড়াতে না পারলে বসেই যেন পতাকা ধরে রাখেছেন তিনি।

সত্যিই এটি একটি বিরল দৃষ্টান্ত। জামায়াতের আমীর এত মারাত্মক অসুস্থ হওয়ার পরও একবিন্দু পিছু না হটে বক্তব্য অব্যাহত রাখলেন। এর মধ্যে ডাক্তাররা তার ডায়বেটিস চেক করলো, দেখা গেল ব্লাড সুগার নরমাল। আবার আরেকজন প্রেশার মাপতে শুরু করলো। আর আমীরে জামায়াত কোনোদিকে না তাকিয়ে তার বক্তব্য রেখে যাচ্ছেন। বাঙালি জাতির জীবদ্দশায় এমন দৃশ্য কেউ হয়তোবা কখনো দেখেননি। এ অবস্থায় বসে তিনি যে বক্তব্য দিলেন, তা সত্যিই অসাধারণ। স্বাভাবিকভাবে বললে তিনি হয়তো আরেকটু দীর্ঘ করতেন, কিন্তু এভাবেই তিনি যা বলেছেন, যেভাবে বক্তব্য শেষ করলেন সত্যিই অসাধারণ।

এ দৃশ্য দেখে উপস্থিত সকলেই মহান আল্লাহ তায়ালার দরবারে আমীরে জামায়াতের পুরোপুরি সুস্থতা কামনা করে দোয়া করতে থাকেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে যে, হিটস্ট্রোকের কারণেই এমনটি হয়ে থাকতে পারে। আল্লাহ তায়ালা জাতির এই ক্রাইসিস মোমেন্টে আমীরে জামায়াতকে দ্রুততার সাথে সুস্থ করে দিন, এমনি দোয়া করতে থাকেন উপস্থিত সকলেই।

সর্বশেষ অবস্থা জানতে তার টিমের সাথে যোগাযোগ করা হলে, তারা জানান, বর্তমানে আমিরে জামাত সুস্থ আছেন। তার ব্রেইন এমআরআই করা হয়েছে। এখনো পর্যন্ত সব নরমাল আছে, আলহামদুলিল্লাহ। দেশবাসীর কাছে আমিরের সুস্থতার জন্য জামায়াতের পক্ষ থেকে দোয়ার দরখাস্ত করা হয়েছে।

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top