ইকরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (Iqra Welfare Association) এবং হিউম্যান কেয়ার ইনিশিয়েটিভ (Human Care Initiative) একযোগে মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেছে।
৬ জুন ২০২৫ তারিখে স্বাক্ষরিত এই সমঝোতা চুক্তির মাধ্যমে উভয় সংস্থা আগামী পাঁচ বছর একসঙ্গে কাজ করবে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে শিক্ষাব্যবস্থা উন্নয়ন, জরুরি ত্রাণ বিতরণ, আয় বৃদ্ধিমূলক কার্যক্রম, এতিম ও গৃহহীনদের জন্য আশ্রয়কেন্দ্র স্থাপনসহ নানা সামাজিক উন্নয়নমূলক প্রকল্পে।
চুক্তির আওতায় প্রাথমিকভাবে সিলেট অঞ্চলে একটি হিফজুল কুরআন একাডেমি ও এতিমখানা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে, যা ‘Iqra Hifzul Quran Academy and Orphanage Centre’ নামে পরিচালিত হবে। প্রকল্পটির আনুমানিক বাজেট ধরা হয়েছে ৩ লাখ পাউন্ড এবং এর কার্যক্রম চলবে পাঁচ বছরব্যাপী।
চুক্তিতে বলা হয়েছে, উভয় সংস্থা যৌথভাবে অর্থ সংগ্রহের কৌশল গ্রহণ করবে এবং দাতাদের সাথে স্বচ্ছতার ভিত্তিতে কাজ করবে। পাশাপাশি স্থানীয় জনসম্পদ এবং কাঠামো কাজে লাগিয়ে কার্যক্রমের দক্ষতা ও প্রভাব নিশ্চিত করা হবে।
ইকরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সিরাজুল ইসলাম এবং হিউম্যান কেয়ার ইনিশিয়েটিভের চেয়ারম্যান এডিএম ইউনুস এই চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তি মানবিক ও উন্নয়ন কার্যক্রমে একটি গুণগত ও টেকসই অংশীদারিত্বের মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে মনে করেন সকলেই।