আজ ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:২৫

প্রবাসী ভোটাধিকার পরিষদের সিইসির সাথে সাক্ষাৎ ও স্মারকলিপি প্রদান

প্রবাসী বাংলাদেশীদের দীর্ঘদিনের প্রাণের দাবী ভোটাধিকার অবিলম্বে পূর্ন নিশ্চিত করণের দাবীতে আন্দোলনরত “প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ” – এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আজ বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ ও দীর্ঘ বৈঠক করেন। আগারগাঁস্থ নির্বাচন কমিশন ভবনে পরিষদের সিনিয়র যুগ্ম আহবায়ক বিশিষ্ট আইনজীবী ও সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদের নেতৃত্বে চার সদস‍্যবিশিষ্ট ডেলিগেশন আরো উপস্থিত ছিলেন কমিটির অন্যতম সদস্য লন্ডন প্রবাসী ব্যারিস্টার ইকবাল হোসাইন, ব্যারিস্টার মোজাক্কির হোসাইন এবং যুক্তরাষ্ট্র প্রবাসী মিডিয়া ব্যক্তিত্ব এম রহমান মাসুম।

ঘন্টাব‍্যাপী বৈঠকে নেতৃবৃন্দ দীর্ঘদিনের প্রত্যাশাটি পূরণে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক সাড়ার পরও এখন পর্যন্ত কার্যকর পদক্ষেপ দৃশ্যমান না হওয়ায় প্রবাসী বাংলাদেশীদের উদ্বেগের কথা অবহিত করেন। প্রধান নির্বাচন কমিশনার আন্তরিকতার সাথে নেতৃবৃন্দের কথা শুনেন এবং কমিশনের আন্তরিক প্রচেষ্টাসমূহ তুলে ধরেন। বাস্তবায়ন পরিষদের পক্ষ থেকে এ ব্যাপারে সব ধরনের সহযোগিতার করার আশ্বাস প্রদান করা হয়। বৈঠক শেষে প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদের একটি স্মারকলিপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে হস্তান্তর করা হয়।

পরে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়ন সম্পর্কিত দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব:) আবুল ফজল মু. সানাউল্লাহর সাথে প্রবাসী ভোটাধিকার প্রয়োগ নিয়ে কার্যকর পদক্ষেপ বিষয়ে ঘন্টা ব্যাপী বিস্তারিত আলোচনা ও মতবিনিময় করেন প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দ।

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top