নিজস্ব সংবাদদাতা: বৃটেনের বিভিন্ন দলের শতাধিক কাউন্সিলরদের নিয়ে বাংলাদেশ সেন্টার লন্ডনের উদোগে সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার আয়োজিত অনুষ্টানে বিভিন্ন বারার লর্ড মেয়র,মেয়র, ডেপুটি মেয়র, স্পিকার ডেপুটি স্পিকাররা উপস্তিত ছিলেন ।
অনুষ্ঠানে শুধু লন্ডন নয়, পুরো বৃটেনের নানা শহর থেকে কাউন্সিলররা অংশ নেন। লন্ডন সিটি, ওয়ারিংটন, লেক ডিস্ট্রিক্ট , নর্থ্যাম্পটন , টাওয়ার হ্যামলেটস, বার্কিং অ্যান্ড ড্যাগেনহাম, রেডব্রিজ, সুইন্ডন, অক্সফোর্ড, নিউহাম, নিউক্যাসল, লুটন, ইজলিংটন, হাউনসলো, হ্যারো, এনফিল্ড, ডার্লিংটন, ক্রয়ডন, কোভেন্ট্রি, চেস্টার, কার্লাইল, কেমব্রিজ, বার্লি, ব্রাইটন অ্যান্ড হোভ, ব্রেন্ট এবং এডুর ওয়ার্থিং কাউন্সিল সহ দূর-দূরান্তের কাউন্সিলররা এতে অংশ নেন।
বৃটেনে ১৯৭২ সালে প্রথম ব্রিটিশ বাংলাদেশি কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছিলেন মনোয়ার হোসেন। এরপর থেকে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি স্থানীয় রাজনীতিতে নিজেদের অবস্থান শক্ত করেছে। বর্তমানে চারজন ব্রিটিশ বাংলাদেশি এমপি যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন, যা কমিউনিটির জন্য গর্বের বিষয়।
অনুষ্ঠানে কাউন্সিলররা বলেন, রাজনীতিতে আরও বেশি তরুণ প্রজন্মকে যুক্ত করতে হবে। যাতে আগামী দিনে নতুন প্রজন্মের রাজনীতিবিদরা শুধু কাউন্সিলর বা এমপি নয়, একদিন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন।
অনুষ্টানে বক্তব্য রাখেন প্রথম মুসলিম নারী লর্ড মেয়র চেস্টার কাউন্সিলের কাউন্সিলার শেরিন আখতার, ওয়ারিংটনের মেয়র কাউন্সিলার মোয়াজ্জেম হুসাইন, বার্নলিংয়ের কাউন্সিলের সাবেক ও মেয়র কাউন্সিলর শাহ হুসাইন, সুইন্ডনের সাবেক মেয়র কাউন্সিলর জুনাব আলী, বেক্সহিল অন সিয়ের সাবেক মেয়র কাউন্সিলর আবুল কালাম আজাদ, ক্রয়ডনের সাবেক মেয়র কাউন্সিলার হুমায়ুন কবীর, নর্থহ্যাম্পটনের সাবেক মেয়র কাউন্সিলর রুফিয়া আশরাফ, ওয়ার্থিংযের সাবেক মেয়র কাউন্সিলার ফেরদৌসি হেনা চৌধুরী কার্লাইল, কাউন্সিলর সাবেক মেয়র কাউন্সিলার আবদুল হারিদ, ব্রাইটন অ্যান্ড হোভ
কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার আসাদুজ্জামান, এনফিল্ডের সাবেক মেয়র কাউন্সিলার আমিরুল ইসলাম ও হারো কাউন্সিলের সাবেক মেয়র কাউন্সিলার সেলিম চৌধুরী, সাবেক স্পিকার এ মুকিত চুনু এমবিই,আহবাব হুসাইন, কাউন্সিলর সাবিনা আখতার, কাউন্সিলর রহিমা রহমান ও সাবেক কাউন্সিল নেতা হেলাল উদ্দিন আব্বাস।
কমিউনিটির প্রথম সংগঠন হিসেবে বাংলাদেশ সেন্টার লন্ডন প্রথম বারের মতো এমন আয়োজন করলো যেখানে ব্রিটিশ বাংলাদেশী শতাধিক কাউন্সিলররা একে অপরের সাথে গেটটুগেদারের সুযোগ পেলেন আয়োজকরা জানান।
সেন্টারের সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্টানে সভাপতিত্ব করেন ভাইস চেয়ার গুলনেহার খান, স্বাগত বক্তব্য রাখেন অনুষ্টানের সমন্বয়ক সাবেক মেয়র কাউন্সিলর পারভেজ আহমেদ ও শামসুল ইসলাম শেলিম, বক্তব্য রাখেন সেন্টারের চিফ এডভাইজার নবাব উদ্দিন, সাবেক সেক্রেটারি মুজিবুর রহমান ভাইস চেয়ার তোফাজ্জল মিয়া, মামুনুর রশিদ ও চিফ ট্রেজারার শিব্বির আহমদ, সহ সাধারন সম্পাদক আমিনুল হক জিল্লু, জয়েন ট্রেজারার সাবেক কাউন্সিলার সাদ চৌধুরী ।