আজ ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১০:৫৩

মিয়ানমারের গোকটেইক রেলসেতুতে ভয়াবহ বিস্ফোরণ

মিয়ানমারের ঐতিহাসিক গোকটেইক রেলসেতুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির সামরিক জান্তা সরকার দাবি করেছে, ঐতিহাসিক এই সেতুটি বিদ্রোহীরা বোমা হামলা চালিয়ে উড়িয়ে দিয়েছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি জান্তা সরকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।

মিয়ানমারের সামরিক জান্তা সরকারের মুখপাত্র জ্য মিন তুন এক ভিডিও বার্তায় অভিযোগ করেন, স্বাধীনতাকামী গোষ্ঠী তা’আং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) এবং পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) যৌথভাবে বিস্ফোরণ ঘটিয়ে সেতুটি ধ্বংস করেছে। ৩৩৪ ফুট উচ্চতায় অবস্থিত গোকটেইক সেতু মিয়ানমারের সবচেয়ে উঁচু রেলসেতু। ১৯০১ সালে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন আমলে নির্মিত এ সেতুটি একসময় বিশ্বের সর্বোচ্চ রেলওয়ে ট্রেসেল সেতু হিসেবে পরিচিত ছিল। মান্দালয়কে উত্তর শান অঙ্গরাজ্যের সঙ্গে যুক্ত করতে এ সেতু ছিল অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে দেখা গেছে, সেতুর একটি অংশ ধসে পড়েছে এবং রেলপথ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সামরিক জান্তা সরকারের এই অভিযোগ অস্বীকার করেছে ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)। সংগঠনটির মুখপাত্র লওয়ে ইয়াই উ বলেন, “সকালে মিয়ানমার সেনারা ড্রোন দিয়ে আমাদের ঘাঁটিতে হামলা চালানোর সময় তাদের বোমা ভুল করে গোকটেইক সেতুতে আঘাত হানে।” উল্লেখ্য, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানের পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধের কবলে রয়েছে। তখন থেকেই জান্তা বাহিনী একাধিক জাতিগত সশস্ত্র গোষ্ঠী ও গণতন্ত্রপন্থি প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে। সম্প্রতি নাওংকিও ও কিয়াউকমি শহরে জান্তা সরকারের সেনাবাহিনী ও টিএনএলএ যোদ্ধাদের মধ্যে তীব্র সংঘর্ষ হয়েছে।

সর্বশেষ খবর

Scroll to Top