আজ ১২ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, বিকাল ৫:১৬

প্রবাসীদের ভোটাধিকার পূর্ণাঙ্গ বাস্তবায়ন পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে

 

লন্ডন সংবাদদাতা: প্রবাসী ভোটাধিকার বাস্তবায়ন পরিষদ এর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের মাঈদা গ্রিল অ্যান্ড ব্যাংকুইটিং হলে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিতকরণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক বিশিষ্ট আইনজ্ঞ জজ বেলায়েত হোসেন এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব ব্যারিস্টার বদরে আলম দিদার। প্রবাসী বাংলাদেশীদের ভোটাধিকার আন্দোলন ও আইনগত দিক সমূহের উপর আলোকপাত করে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ব্যারিস্টার জাজ নজরুল খসরু। সরকার ও নির্বাচন কমিশনের অবস্থান ব্যাখ্যা করেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহবায়ক ব্যারিস্টার নাজির আহমদ। এই আন্দোলনের ইতিহাস ও পরিষদের কার্যক্রম তোলে ধরেন সংগঠনের যুগ্ম আহবায়ক কে এম আবু তাহের চৌধুরী, ব্যারিস্টার আতাউর রহমান, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ ও সিরাজুল ইসলাম শাহীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী বিভিন্ন সামাজিক, মানবাধিকার ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। চলমান আন্দোলনের সাথে একাত্বতা প্রকাশ করে বক্তব্য রাখেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি জনমত সম্পাদক নবাব উদ্দিন,ব্রিটিশ বাংলাদেশী চেম্বার অব কমার্সের ডিজি দেওয়ান মেহেদী চৌধুরী,সোসাইটি অব বাংলাদেশী সলিসিটর্স সভাপতি ব্যারিস্টার নুরুল গাফ্ফার, ইস্ট লন্ডন মসজিদের সাবেক চেয়ারম্যান আইয়ুব খান, দারুল উম্মাহ মসজিদের চেয়ারম্যান ব্যারিস্টার আহমেদ এ মালিক, সাবেক কাউন্সিলর ব্যারিস্টার খালেদ নূর,প্রেসক্লাব সেক্রেটারি দেশ সম্পাদক তাইসির মাহমুদ, সম্মিলিত পেশাজীবী পরিষদ নেতা নসরুল্লাহ খান জুনায়েদ , বিশিষ্ট লেখক শাহ আলম, সিনিয়র সাংবাদিক অলিউল্লাহ নোমান, ইমাম আবুল হাসনাত চৌধুরী, সলিসিটর আব্দুল হালিম সরকার, এম এইচ গ্লোবাল গ্রূপের সিও গোলাম মর্তুজা,প্রবাসী কল্যাণ পরিষদ নেতা হাদিসুর রহমান, সাংবাদিক এনাম চৌধুরী, বদরুজ্জামান বাবুল, সৈয়দ মাসুক, সুমন মাহমুদ, কমিউনিটি লিডার বাবলুল হক বাবুল,আব্দুল্লাহ আল মুনিম,মানবাধিকার একটিভিস্ট আসাদুজ্জামান শাফি, আমিনুল ইসলাম মাহমুদ, রায়হান উদ্দিন, জয়নাল আবেদীন,ব্যারিস্টার সাজিদ উদ্দিন তালুকদার, সাইফুর রহমান পারভেজ,মিনহাজ উদ্দিন, তরিকুল ইসলাম,সংগঠক ক্যাপ্টেন গোলাম কিবরিয়া প্রমুখ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদ চৌধুরী, প্রতিষ্টাতা সেক্রেটারি নজরুল ইসলাম বাসন, বিশিষ্ট সাংবাদিক আব্দুল মুনিম ক্যারল,মাওলানা সৈয়দ সালেহ আহমদ, ব্যারিস্টার মিসবাহ উদ্দিন চৌধুরী, সাবেক ছাত্রনেতা শাহরিয়ার আলম শিপার ও জুবের আহমদ আহাদ, সালাহ উদ্দিন,মিসবাহ উদ্দিন, ওয়াহিদ আলী, মুনসাত চৌধুরী, আমিন উদ্দিন চৌধুরী ও মিসবাহ উদ্দিন।

বক্তারা বলেন, প্রবাসীদের দীর্ঘদিনের দাবির মধ্যে অন্যতম হলো ভোটাধিকার নিশ্চিত করা। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের রাজনৈতিক অংশগ্রহণের সুযোগ সীমিত। এই অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে প্রচার-প্রচারণা চালানো ও সরকারের সঙ্গে ইতিবাচক যোগাযোগ বাড়ানোর আহ্বান জানান তারা।

সভাপতির বক্তব্যে জাজ বেলায়েত হোসেইন উপস্থিত সুধীবৃন্দকে ধন্যবাদ জানিয়ে প্রবাসী বাংলাদেশীদের ভোটের অধিকার আদায়ের এই আন্দোলনে অতীতের সকলের অবদান কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। একই সাথে চূড়ান্ত এসময়ে যার যার অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।

সভায় প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে ভবিষ্যৎ কর্মপন্থা ও পরিকল্পনা নিয়ে একটি খসড়া কর্মসূচিও ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি প্রাণবন্ত আলোচনা এবং গঠনমূলক মতামতের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ উদ্যোগের রূপ নেয়, যা প্রবাসী সমাজে ব্যাপক সাড়া ফেলবে বলে দৃঢ় আশাবাদ ব্যাক্ত করা হয়।

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১
Scroll to Top