আজ ২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, রাত ১১:০১

মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ইউকের নতুন কমিটি ঘোষণা

মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ইউকে নব নির্বাচিত কমিটি

নিজস্ব সংবাদদাতা: ব্রিটেনে বসবাসরত মুন্সিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রচেষ্টার পর মঙ্গলবার, ১৯ আগস্ট বিকেলে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ইউকের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় নতুন কমিটি গঠন ও নৈশভোজের আয়োজন করা হয়।

মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ইউকে’র প্রধান উপদেষ্টা ও বিএনপি যুক্তরাজ্য শাখার প্রচার সম্পাদক ডালিয়া বিনতে লাকুরিয়া  কমিটি ঘোষণা করেন। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ বিক্রমপুর সমিতির সভাপতি মানবাধিকার কর্মী, গবেষক, লেখক ও সিনিয়র আইনজীবী কমিউনিটি ব্যক্তিত্ব এ্যাডভোকেট হালিম বেপারী

মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ইউকে’র নবগঠিত আংশিক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সমসের আকবর পলাশ এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ জাকির হোসেন।

এছাড়াও প্রথম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা সোহেল এবং দ্বিতীয় সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিলন গাজী, সিনিয়র সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ হানিফ, সাংগঠনিক সম্পাদক হয়েছেন মোঃ রাসেল, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিলেন জাকিয় বিক্রমপুরী, প্রচার সম্পাদক হয়েছেন টিটু দেওয়ান এবং দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জসিম উদ্দীন খান।

কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে তিনজনের মানুষ করা হয়েছে তারা হলেন, শেখ আবুল কালাম, গাজী মুরাদ ও শেখ রোমান।

এছাড়া, সংগঠনের পূর্ব ঘোষিত উপদেষ্টা পরিষদে রয়েছেন, ডালিয়া লাকুরিয়া, আলহাজ্ব শহিদুর রহমান জিল্লু, আশরাফুজ্জামান শাহীন, আনোয়ার হোসেন, মুজিবুর রহমান ববি ও সৈয়দ বিলাল হোসেন।

নবগঠিত কমিটি সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

মুন্সিগঞ্জ জাতীয়তাবাদী ফোরাম ইউকের নতুন কমিটি ঘোষণা

সর্বশেষ খবর

Scroll to Top